ঢাকা, ১১ নভেম্বর ২০২৪: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নূরজাহান বেগম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ সদস্যগণ। সোমবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের ১০ জন নবনিযুক্ত সদস্য।
এসময় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মানবতার কল্যাণে নবগঠিত বোর্ডকে আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ছেন উপদেষ্টা নূরজাহান বেগম। সাক্ষাৎকালে চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান অবস্থা ও উন্নয়নে করনীয় বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্মন্ধে অবহিত করেন মাননীয় উপদেষ্টাকে। এসময় তিনি সোসাইটির চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন।
সাক্ষাৎকালে ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা: শেখ আবু জাফর, অধ্যাপক ডা: ইমরান বিন ইউসুফ, ড. মো. আমিনুল ইসলাম, ডা: মো. আবিদুল হক, ডা: সাইফুল আলম, মুহাম্মদ তুহিন ফারাবী, এয়ার কমোডর (অব.) শাহে আলম, ড. আহমেদ জামিল ইব্রাহীম, নূরুল ইসলাম (সাজু) ও মুহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।