রেড ক্রিসেন্ট-এর নবনিযুক্ত মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি। বুধবার সকালে তিনি সোসাইটির জাতীয় সদর দপ্তরে যোগদান করেন। এসময় সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ, পরিচালকবৃন্দ সহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে নবনিযুক্ত মহাসচিবকে অভিনন্দন জানানো হয়।

ড. কবির মো. আশরাফ আলম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারে যোগদান করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তাঁর ৩৩ বছরের সুদীর্ঘ কর্মজীবনে তিনি সরকারি খাতের প্রশাসন ও ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্র অতিক্রম করেন। স্থানীয় প্রশাসন পুরো ক্যারিয়ার জুড়ে আগ্রহের অন্যতম প্রধান ক্ষেত্র ছিল। তিনি এলজিআই ইউনিটগুলির সক্ষমতা বৃদ্ধি, উন্নয়ন কাজের তত্ত্বাবধান, প্রতিনিধিত্বমূলক স্থানীয় সংস্থা হিসাবে এলজিআই ইত্যাদির কার্যকারিতা এবং বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার সাথে স্থানীয় সরকার কার্যক্রমের সমন্বয় ও আন্তঃসংযোগ নিয়ে কাজ করেছেন।

তিনি ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি’র অর্থায়নে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন পানি সরবরাহ ও স্যানিটেশন খাতে বাংলাদেশ সরকারের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেন। উন্নয়ন সহযোগীদের সাথে তাঁর যৌথ গবেষণা কাজ এবং প্রকাশনা রয়েছে। এছাড়াও অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ রয়েছে তাঁর।

দেশের প্রধান স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধির প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। পানি ও স্যানিটেশন, আর্থিক ও সাধারণ প্রশাসন, মানবাধিকার ও জেন্ডার, স্থানীয় সম্পদ আহরণ, পরিবেশ সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন, উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে স্থানীয় সরকার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে তিনি বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউনিসেফ, জাইকা, এসডিসি, সিআইডিএ এবং ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি’র মতো অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে কাজ করেছেন তিনি।

Skip to content