দেশব্যাপী মানবিক কাজের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের প্রশংসা ও প্রত্যাশা

দেশব্যাপী মানবিক কাজের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের প্রশংসা ও প্রত্যাশা

Bangladesh Red Crescent Society (BDRCS)‘র সিলেট ইউনিটের উদ্যোগে যুব স্বেচ্ছাসেবক সমাবেশ, মাদকবিরোধী শপথ গ্রহণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও অ্যাফেরেসিস মেশিন হস্তান্তর উপলক্ষে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ মিলনায়তনে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নূরজাহান বেগম।
দেশব্যাপী মানবিক সেবা কার্যক্রমের পাশাপাশি মাদকবিরোধী কর্মকাণ্ডে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা এবং ভবিষ্যতে মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকল পর্যায়ে যুবদের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা।

বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত (সিনিয়র সচিব) মুশফিকুল ফজল আনসারী, ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্য মোহাম্মদ তুহিন ফারাবী ও নূরুল ইসলাম সাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুধী সমাজের নেতৃবৃন্দ এবং সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ সহ সকল পর্যায়ের নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকবৃন্দ।

Photo Gallery

Skip to content