গত ২৪ মে ২০২৪ তারিখে ফেনী রেড ক্রিসেন্ট ইউনিট কর্তৃক আয়োজিত হয় “২য় যুব রেড ক্রিসেন্ট সমাবেশ-২০২৪। “স্মার্ট দেশ গঠনে স্বপ্নদর্শী যুব শক্তি” এই প্রতিপাদ্য বিষয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ৬০০ যুব সদস্য ও শিক্ষকবৃন্দ সহ সরকারী কর্মকর্তাদের স্বেচ্ছাসেবক ও রেড ক্রিসেন্ট যুব সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় এই যুব সমাবেশ। শিক্ষা প্রতিষ্ঠানে সহ-শিক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উক্ত সমাবেশে অংশগ্রহণকারীদের যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। ২০২৫ সালের মধ্যে ফেনী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন হবে বলে সংশ্লিষ্ট সকলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোঃ মোজাম্মেল হক মাসুম এর সভাপতিত্বে এবং উপ যুব প্রধান-২ মোঃ আবদুল হালিম জুলহাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার সম্মানিত মেয়র- জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের সম্মানিত পরিচালক জনাব ইমাম জাফর শিকদার, ইউনিটের সেক্রেটারী জনাব সাইফুর রহমান, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবুল হাশেম, উপ-পরিচালক জনাব আলাউদ্দিন পাটোয়ারী, প্রাক্তন যুব প্রধান জনাব মোঃ রফিকুল ইসলাম রবিন, প্রাক্তন যুব প্রধান জনাব হাসান রাব্বী, জাতীয় যুব কমিশনের চেয়ার- জনাব জাহিদুল ইসলাম জিহাদ সহ প্রাক্তন স্বেচ্ছাসেবকবৃন্দ, ইউনিট যুব স্বেচ্ছাসেবকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত যুব সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।