রমজান ফুড প্যাকেজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু

পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থ জনগোষ্ঠীর মাঝে রমজান ফুড প্যাকেজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
এরই অংশ হিসেবে শনিবার (২৩ মার্চ ২০২৪) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের ১শ’ দুস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেজন বিতরণ করা হয়। বিতরণকালে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি লায়ন শরীফ আলী খাঁন, সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, কাতার রেড ক্রিসেন্টের ডেলিগেট মোহাম্মদ শফি, ৫৫নং ওয়ার্ড কমিশনার, সোসাইটির কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমের আওতায় ১১,৮৯০টি ফুড প্যাকেজ ও ৩৫,৩৫, ০০০ টাকার নগদ অর্থ সহায়তা দেশের ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে বিতরণ করা হবে। উক্ত কার্যক্রমের মধ্যে কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ৬৫০০ পরিবারকে ও ৩৩টি জেলায় ৫৩৯০টি ফুড প্যাকেজ বিতরণ করা হবে। এছাড়া সোসাইটির নিজস্ব উদ্যোগে ৩৫ জেলায় ৩৫০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০০০ টাকা নগদ অর্থ সহায়তা বিকাশ/নগদের মাধ্যমে বিতরণ করা হবে।
Bangladesh Red Crescent Society (BRCS) has started distributing Ramadan food packages and cash among the poor people on the occasion of the holy month of Ramadan.

As part of this, food packages were distributed among 100 distressed families of Ward No. 55 of Dhaka South City Corporation on Saturday (March 23, 2024). Lion Sharif Ali Khan, Secretary of Dhaka City Red Crescent Unit, Md. Jahangir Alam, Director of Disaster Response Department of the Society were present during the distribution. Md. Mizanur Rahman, Delegate of Qatar Red Crescent Mohammad Shafi, Ward Commissioner of Ward No. 55, officials and volunteers of the society were present.

Under this program, 11,890 food packages and cash assistance of Tk 35,35,000 will be distributed through 68 Red Crescent units of the country. With the help of Qatar Red Crescent, 5,390 food packages will be distributed among 6,500 Rohingya families in Rohingya camps in Cox’s Bazar and 5,390 in 33 districts. Besides, cash assistance of Tk 1,000 per family will be distributed among 3,500 families in 35 districts through bKash/Nagad at the society’s own initiative.

Skip to content