Message from BDRCS Chairman
Major General (Rtd.) Md. Rafiqul Islam
বাংলাদেশ বিগত কয়েক মাস যাবত নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক ও সামাজিক সংকট এর মধ্যে দিয়ে যাচ্ছে। বছরের শুরুতে ছিল তীব্র ঠান্ডা এবং মে মাসে তীব্র তাপদাহ। এই দুই পরিস্থিতিতেই সাধারন জন-জীবনে চরম দুর্ভোগের স্বীকার হয়েছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল। তারপরেই আমরা সম্মুখীন হলাম সাইক্লোন ‘রিমাল’ যা উপক‚লীয় অঞ্চলের মানুষ ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। সাম্প্রতিক সময়ে সিলেট অঞ্চলের আকস্মিক বন্যাও ভয়াবহ রূপ ধারন করেছিল এবং দফায় দফায় বন্যা সেসব অঞ্চলের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে। এরমধ্যেই আবার জুলাইয়ের শুরুতে উত্তরবঙ্গ ও যমুনা নদীর তৎসংলগ্ন এলাকাতেও বন্যায় মানুষজন দূর্ভোগের স্বীকার হয়েছেন । ক্ষতিগ্রস্ত মানুষদের একটা বড় অংশ এখনও পর্যন্ত এসব দুর্যোগের প্রভাব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।
দেশের যে কোন দূর্যোগে সবসময়ের মতো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বা সংক্ষেপে “বিডিআরসিএস” ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থেকেছে। প্রায় ১২ লক্ষ ৫০ হাজার মানুষকে মানবিক সহায়তা দেবার লক্ষ্য নিয়ে বিডিআরসিএস কাজ করছে । এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ মানুষকে বিভিন্নভাবে সহায়তা করা হয়েছে। এই সহায়তার মধ্যে প্রায় ৫৩ হাজার পরিবারকে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবার কার্যক্রম চলমান রয়েছে, যা আগস্ট এর প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে। এমনকি সম্প্রতি দেশজুড়ে ঘটে যাওয়া চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল, খেটে খাওয়া ও কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে ৭ দিনের জরুরী খাদ্য সামগ্রী সরবরাহ করছে বিডিআরসিএস। সহিংস ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি আছেন তাদেরকে ও তাদের পরিবারের লোকজনকে মনোসামাজিক সহায়তাও দিচ্ছে বিডিআরসিএস এর প্রশিক্ষিত টিম । এছাড়াও মনোসামাজিক সেবার জন্য একটি হটলাইন নাম্বারও চালু করা হয়েছে ।
বিডিআরসিএস বাংলাদেশ সরকারের একটি সহযোগী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং আর্ত মানবতার সেবা প্রদানে অগ্রজ ভ‚মিকা পালন করে আসছে। আমাদের এই আর্তমানবতার সেবা প্রদানে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) সর্বদা আমাদের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে আসছে। এছাড়াও দেশের বিভিন্ন বিত্তবান মানুষ, শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক কর্পোরেট হাউস, মোবাইল কোম্পানী বিডিআরসিএসকে সহায়তা করে আসছে। বিডিআরসিএস এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা আশা করবো আর্ত মানবতার সেবায় এই সহযোগিতা অব্যাহত থাকবে।
বিডিআরসিএস ধর্ম, বর্ণ, গোত্র, রাজনীতি বা অন্য যেকোন কিছুর প্রভাবের উর্ধে থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্ত মানবতার সেবায় নিয়োজিত আছে এবং থাকবে।
মানবতার জয় হোক।