প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন International Federation of Red Cross and Red Crescent Societies(IFRC) এর প্রেসিডেন্ট কেট ফোর্বস।
বুধবার (৫ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি। এসময় ঘূর্ণিঝড় ও বন্যার মত প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশকে সহায়তার জন্য রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য শেখ হাসিনার মানবিকতাকে দৃষ্টান্ত উল্লেখ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আইএফআরসির সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন কেট ফোর্বস।
সৌজন্য সাক্ষাতে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া, Bangladesh Red Crescent Society(BDRCS)‘র চেয়ারম্যান অধ্যাপক এম. ইউ. কবীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ট্রেজারার এম এ ছালাম, মহাসচিব কাজী শফিকুল আযম, আইএফআরসি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক আলেক্সান্ডার ম্যাথিউ, সিনিয়র কমিউনিকেশনস উপদেষ্টা সুসান মালান্দ্রিনো, হেড অব ডেলিগেশন আলবার্টো বোকানেগ্রা এবং আইএফআরসি গভর্নিং বোর্ডের বিডিআরসিএস প্রতিনিধি এম মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।